প্রবাস

ওমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জেএসসি শুরু

বাংলাদেশের সঙ্গে একযোগে ওমানেও ১ নভেম্বর থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে একই কারিকুলামে পরিচালিত হচ্ছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম, ওমান।

Advertisement

চলতি বছরে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম থেকে ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর ভেতর (ছাত্র ১৪ জন ও ছাত্রী ১৯ জন। এদিকে, পরীক্ষা উপলক্ষে স্কুল কমিটির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরীক্ষার প্রথম দিনে দূতাবাস থেকে দায়িত্ব পালনে ছিলেন অ্যাডমিনিস্টেটিভ অফিসার মুহাম্মাদ খলিলুর রহমান। কেন্দ্র পরিদর্শনে আসেন বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালক মেজর মুহাম্মাদ নাসির অব.।

এ ছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসানের নেতৃত্বে কেন্দ্রের দায়িত্বে ছিলেন স্কুলের প্রিন্সিপাল এমএস ইসলাম শফিকসহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষা পরিচালনা করা হচ্ছে বলে জানান বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালক মেজর মুহাম্মাদ নাসির অব.।

Advertisement

বাইজিদ আল হাসান/এমআরএম/পিআর