বিনোদন

হাসপাতালে রুপালী গিটারের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

চলে গেছেন আইয়ুব বাচ্চু রেখে গেছেন তার ‘রুপালী গিটার’সহ অসংখ্য জনপ্রিয় গান। তবে বারবার ঘুরে ফিরে আসছে তার সেই ‘রুপালী গিটার’। আইয়ুব বাচ্চুকে হারিয়ে যখন তার ‘রুপালী গিটার’ সবাইকে কাঁদাচ্ছে। সেই সময় খবর এলো সেই গানটির গীতিকার কাউসার আহমেদ চৌধুরী হাসপাতালে ভর্তি।

Advertisement

শুধু ‘রুপালী গিটার’ নয়, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’- এমন অনেক কালজয়ী গানের গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী। গত ২৭ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে ও ফুসফুসে পানি জমেছে।

কাওসার আহমেদ চৌধুরীর ভাগ্নি সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন,‘খালুর দুটি কিডনিই অকেজো। এরমধ্যে ফুসফুসে পানি আসায় অবস্থা জটিল হয়ে দাঁড়ায়। দুইদিন আইসিইউতে রাখা হয় তাকে। তবে এখন কেবিনে নিয়ে আসা হয়েছে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী মানুষ। একটু সুস্থ হওয়ার পরই এখন কথাবার্তা চালিয়ে যাচ্ছেন।’

এদিকে কাওসার আহমেদ চৌধুরী সঙ্গে আছেন তার একমাত্র সন্তান প্রতীক।

Advertisement

এমএবি/এলএ/আরআইপি