ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা শুক্রবার উত্তর ইরাকের তিরকিতের পুর্বাঞ্চলের গ্রাম সামরাতে ৩৭ বছর বয়স্ক এক সাংবাদিক রাদ আল-আজ্জাওই’কে গুলি করে হত্যা করেছে। একই সঙ্গে তারা তার ভাই এবং আরো দু’জন সাধারণ গ্রামবাসীকে হত্যা করেছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।তার একজন আত্মীয় আল-জাজিরাকে বলেছে, যারা মারা গেছেন তারা তার ভাইকে তাদের বাড়িতে দেখতে এসেছিল। তিনি বলেন, ‘তার কোন দোষই ছিল না; একমাত্র দোষ যে রাদ একজন ক্যামেরাম্যান ছিলেন।’রিপোর্টার্স উইদয়াউট বডার্স জানিয়েছে, তিন সন্তানের বাবা রাদকে ইসলামিক স্টেটের জঙ্গিরা ৭ সেপ্টেম্বর ধরে নিয়ে গিয়েছিল। রাদকে জঙ্গিরা সুন্নিদের পক্ষে কাজ করার জন্য চাপ দিচ্ছিল।রাদ সেখানকার স্থানীয় টিভি চ্যানেল ‘সালাহেদ্দীনে’ কাজ করতেন। এই চ্যানেলটিকেও জঙ্গিরা এর আগে আক্রমণ করেছিল। গত ডিসেম্বরে এই চ্যানেলটির অফিসে ঢুকে তারা পাঁচ সাংবাদিককে হত্যা করেছিল। তাদের অভিযোগ এই চ্যানেলটি সুন্নিদের বিরুদ্ধে খারাপ কথা ছড়াচ্ছিল। এ পর্যন্ত ইসলামিক স্টেটের জঙ্গিরা দু’জন আমেরিকান সাংবাদিক এবং দুই বৃটিশ সাহায্যকর্মীকে গলা কেটে হত্যা করেছে।
Advertisement