দেশজুড়ে

কাজের মেয়ে বলায় বিএনপি নেত্রীদের কাণ্ড

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে আদালত পাড়ায় দেখতে গিয়ে জেলা মহিলা দলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও অশ্লীল বাক্য-বিনিময়ের ঘটনা ঘটেছে।

Advertisement

কাজের মেয়ে বলায় বুধবার বিকেল ৩টায় জেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম ও যুগ্ম আহ্বায়ক রহিমা শরীফ মায়া গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসে তাদের শান্ত করেন। এ নিয়ে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়।

নুরুন্নাহার বেগম জানান, মামুন মাহমুদকে কোর্ট গারদে নেয়ার সময় পারভীন আক্তার, মাকসুদাসহ আমরা কয়েকজন পিছু পিছু যাচ্ছিলাম। এ সময় রহিমা শরীফ মায়া, পপিসহ কয়েকজন আমাদের মাকসুদাকে কাজের মেয়ে বলে গালি দেয়। এ নিয়ে প্রতিবাদ করেছি।

তবে রহিমা শরীফ মায়ার দাবি, মামুন মাহমুদকে গারদে নেয়ার সময় আমরা তার পিছু পিছু যাচ্ছিলাম। এ সময় গায়ে পড়ে নুরুন্নাহার আমাদের মারধরের চেষ্টা করে। এ সময় আমরাও প্রতিবাদ করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

Advertisement

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, তুচ্ছ ঘটনা নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে আমরা শান্ত করেছি।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মামুন মাহমুদসহ চারজনকে সদর থানার একটি নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠান।

এএম/জেআইএম

Advertisement