রাজনীতি

ডিজিটাল পদ্ধতিতে রাজনৈতিক কার্যালয়ের খবর নিলেন শেখ হাসিনা

ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নিজের ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের খোঁজ-খবর নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে গণবভন থেকে ধানমন্ডি কার্যালয়ে ভিডিও কল করে খোঁজ-খবর নেন তিনি। তখন কার্যালয়ে থাকা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।

জানা গেছে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের সরঞ্জাম স্থাপন করা হয়েছে। অল্প কিছু দিন আগে স্থাপন করা এই সরঞ্জাম প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্য আজ গণবভন থেকে ভিডিও কল করেন প্রধানমন্ত্রী।

কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন দলটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

Advertisement

তিনি জাগো নিউজকে বলেন, আমরা অফিসে বসেছিলাম, হঠাৎ করেই নেত্রী ভিডিও কল করে আমাদের খোঁজ-খবর নিলেন। নেত্রী বললেন, ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন তো আর কথা বলার জন্য তোমাদের আর আমার এখানে আসার দরকার নেই।

এইউএ/জেডএ/এমএস