জাতীয়

স্মার্টফোন সার্ভিসিংয়ে দিয়ে ধরা খেলেন নারী, অতঃপর…

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মেরামতের জন্য দেয়া মোবাইল থেকে এক নারী পোশাক শ্রমিক ও তার স্বামীর অন্তরঙ্গ ছবি চুরি করে ফেসবুকে দিয়ে ব্লাকমেইলের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বুধবার (৩১ অক্টোবর) পতেঙ্গার ডেইলপাড়া এলাকা থেকে মোবাইল ফোন সার্ভিসিং প্রতিষ্ঠান জাবের স্টোরের মালিক মো. আবদুল্লাহ আল জাবের (২০) এবং টেকনিশিয়ান আবু ছালেহ মোহাম্মদ সায়েমকে (২১) গ্রেফতার করে পুলিশ।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া জাগো নিউজকে বলেন, ‘তিন মাস আগে ইপিজেড এলাকার পোশাক কারখানার এক নারী শ্রমিক স্মার্টফোন মেরামতের জন্য পতেঙ্গা থানার জাবের স্টোর নামে মোবাইল ফোন সার্ভিসিং প্রতিষ্ঠানে দেন। তিনি সরল মনেই মোবাইলে থাকা মেমোরি কার্ডটিও মোবাইলের সঙ্গে দিয়ে দেন। যেখানে ওই নারী ও তার স্বামীর দাম্পত্যজীবনের বিভিন্ন মুহূর্তের কিছু ছবি সংরক্ষিত ছিল। কয়েক দিন পর মোবাইল মেরামত শেষে নিয়েও যান।’

‘কিন্তু মোবাইল ফোন সার্ভিসিং প্রতিষ্ঠানের মালিক জাবের ও কর্মচারী সায়েম এরই মধ্যে ওই নারীর মোবাইলের মেমোরি কার্ড থেকে তাদের দাম্পত্যজীবনের ছবিগুলো কপি করে নিয়ে নেয়। গত ২৮ অক্টোবর ওই নারীকে ইমোতে ফোন করেন কর্মচারী সায়েম। সায়েম জানায়, তার কাছে ওই নারী ও তার স্বামীর অন্তরঙ্গ কিছু ছবি আছে। টাকা না দিলে সেগুলো তিনি ফেসবুকে আপলোড করে দেবেন। এমনকি ওই সব ছবির একটি ইমোতে পাঠান সায়েম।’

Advertisement

ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘ছবি দেখে ওই নারী শ্রমিক কান্না করে তাকে ছবিগুলো ফেসবুকে না দেয়ার অনুরোধ করেন। কিন্তু টাকা না দেয়ায় গত ২৯ অক্টোবর সায়েম ছবিগুলো ফেসবুকে আপলোড করে দেন। বুধবার ওই নারী থানায় এসে অভিযোগ করলে জাবের স্টোরের মালিক জাবের ও টেকনিশিয়ান সায়েমকে গ্রেফতার করে পুলিশ।’

ওসি জানান, অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

আবু আজাদ/এমএআর/জেআইএম

Advertisement