জাতীয়

সৌদি পৌঁছেছে বিজি ১০১১

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিজি ১০১১। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে চারশ ১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ১০১১ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।ফ্লাইটটি জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, কনসাল (হজ) আসাদুজ্জামান, সৌদি হজ মন্ত্রণালয় জেদ্দা অফিসের মহাপরিচালক আব্দুল্লাহ আল মারগালানিসহ কনস্যুলেট ও সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।এর আগে সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন দুই হাজার ৬০০ জন। আর ৯৯ হাজার ১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।এএইচ/আরআইপি

Advertisement