জাতীয়

কানে হেডফোন, শাটল ট্রেনে কাটা পড়লেন অজ্ঞাত যুবক

চট্টগ্রাম নগরের ঝাউতলা রেলস্টেশনে শাটল ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। অপরদিকে আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরেক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ২টার দিকে নগরের খুলশী থানার ঝাউতলায় ও সকাল ৯টার দিকে আনোয়ারা বরুমচড়া রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘দুপুর ২টার দিকে কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে জেনেছি। নিহতের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। রেল পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে।’

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় সিএনজি অটোরিকশাকে একটি জিপগাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন এক যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম রুহুল আমিন (৩৫)। তিনি বাঁশখালী উপজেলার গণ্ডামারা বরগুনা এলাকার সৈয়দুল আলমের ছেলে।’

Advertisement

জেডএ/আরআইপি