#মিটু আন্দোলনের জেরে টালমাটাল বলিউড অঙ্গন। আন্দোলনের ক্যাম্পেইনের অংশ হিসেবে ধীরে ধীরে মুখ খুলছেন বলিউডের অভিনেত্রী ও নারী তারকারা। অভিযোগ উঠেছে অমিতাভ বচ্চন, সুভাষ ঘাই, বিকাশ বাহাল, নানা পাটেকার, হৃত্বিক রোশন ও সালমান খানের মতো তারকাদের বিরুদ্ধেও।
Advertisement
তবে এবার নিগ্রহ হওয়ার এক চাঞ্চল্যকর তথ্যের বর্ণনা দিলেন টিভি অভিনেত্রী সোনাল ভেঙ্গুরলেকর। মাত্র ১৯ বছর বয়সে অডিশনে অংশগ্রহণ করতে এসে হেনস্তার শিকার হতে হয়েছিল তাকে। তিনি মুখোমুখি হয়েছিলেন এক জঘন্য অভিজ্ঞতার।
সোনাল জানান, একটি অডিশনের জন্য কাস্টিং ডিরেক্টর রাজা বাজাজের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এটাই তার ক্যারিয়ারের প্রথম অডিশন ছিল। তাই তিনি সাবলীলভাবে ডায়ালগ বলতে পারছিলেন না। তখন ফটোশুটের জন্য তাকে বেশকিছু কাপড় দেন রাজা বাজাজ। সেগুলো দেখে বিস্মিত হয়ে যান সোনাল। এত স্বল্পবসন এর আগে কখনো গায়ে জড়াননি তিনি।
শুধু তাই নয় তখন একটি ক্রিম এনে সেই অভিনেত্রীকে তার বুকে মাখতে বলেন। এমন প্রস্তাবে সোনাল রাজি না হলে রাজা বাজাজ নিজেই নাকি হাত ঢুকিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।
Advertisement
তবে অভিযোগের এখানেই শেষ নেয়। তান্ত্রিক বিদ্যা শেখানোর নাম করে রাজা বাজাজ জোর করে তার কাপড় খুলে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন সোনাল।
এমন অভিযোগের পরও রাজা বাজাজের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজা বাজাজের পরিবারের লোকজন জানিয়েছেন, সোনাল তাদের ব্ল্যাকমেইল করে মোটা টাকা চাইছিলেন। কিন্তু তাতে রাজি না হওয়াতেই এমন অভিযোগ এনেছেন তিনি।
আরএএইচ/এলএ/বিএ
Advertisement