জাতীয়

সংসদ ভবনের লুই কানের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনের লুই আই কানের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদের দক্ষিণ প্লাজায় রাখা মূল নকশা পরিদর্শন করেন তিনি।

Advertisement

স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ভবনের স্থাপত্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনের নকশা এবং নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় তিনি নকশা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ চিফ হুইপ আ স ম ফিরোজ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ ইকবালুর রহিম, সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভবনের নকশা ও ফটোগ্রাফ সংবলিত সফটকপির ফ্লাস ড্রাইভ ২০১৭ সালের ৪ জুলাই সংসদ সচিবালয়ে পৌঁছায়।

Advertisement

এইচএস/এনডিএস/আরআইপি