জাতীয়

দীপন হত্যায় ৮ জনের অভিযোগপত্র অনুমোদনের অপেক্ষা

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৮ সদস্যকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

Advertisement

সোমবার এক খুদে বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ এ তথ্য জানায়।

বার্তায় জানানো হয়, অভিযোগপত্রটি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। অনুমোদন মিললেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

বার্তায় পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তরা হলেন- (১) মইনুল হাসান শামীম (২৪) সাংগঠনিক নাম সিফাত ওরফে সামির ওরফে ইমরান, (২) মো. আ. সবুর (২৩) সাংগঠনিক নাম আ. সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, (৩) খাইরুল ইসলাম (২৪) সাংগঠনিক নাম জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, (৪) মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) সাংগঠনিক নাম সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, (৫) মো. মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (২৫) সাংগঠনিক নাম শাহরিয়ার, (৬) মো. শেখ আব্দুল্লাহ (২৭) সাংগঠনিক নাম জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের, (৭) সৈয়দ জিয়াউল হক (৫০) বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর বলে কথিত সাংগঠনিক নাম সাগর ওরফে ইশতিয়াক ওরফে বড় ভাই ও (৮) আকরাম হোসেন ওরফে হাসিব (২৮) সাংগঠনিক নাম আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ।

Advertisement

বার্তায় আরও জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে ৬ জনকে গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে এবং তারা প্রত্যেকেই আদালতে কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তারা হলো- (১) মইনুল হাসান শামীম, (২) মো. আ. সবুর, (৩) খাইরুল ইসলাম, (৪) মো. আবু সিদ্দিক সোহেল, (৫) মো. মোজাম্মেল হুসাইন ও (৬) মো. শেখ আব্দুল্লাহ। এই মামলায় পলাতক ২ জন হলো: (৭) সৈয়দ জিয়াউল হক ও (৮) আকরাম হোসেন।

এর আগে ২০১৫ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে শুদ্ধস্বর প্রকাশনার স্বত্বাধিকারী দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বিত্তরা।

এআর/এইউএ/জেএইচ/এমএস

Advertisement