একজন ভাল রেফারি প্রয়োজন। ব্রাজিল-জার্মানি ম্যাচ সামনে রেখে এমন দাবি তুলেছিলেন জোয়াকিম লো। তবে মনোবাসনা সম্ভবত পূর্ণ হয়নি জার্মান কোচের। কারণ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রেফারি নাম ঘোষণা করেছে ফিফা। ব্রাজিল-জার্মানি সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করবেন মার্কো রদ্রিগেজ- যিনি ‘সুয়ারেজ-চেল্লিনি কামড় বিতর্কের’ সঙ্গে জড়িয়ে রয়েছেন।এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ে-ইতালি ম্যাচটির কথা কি মনে আছে? ইতালির ফুটবলার চেল্লিনিকে কামড় দিয়েছিলেন উরুগুয়ের সুয়ারেজ। এমন মারাত্মক অপরাধ করেও শেষ অবধি ম্যাচে কোনো কার্ড পেতে হয়নি তাকে। কারণ রেফারি রদ্রিগেজ বিষয়টি দেখতেই পারেননি, যা নিয়ে ৪৩ বছর বয়সী এই রেফারি বেশ সমালোচিত হয়েছেন আন্তর্জাতিক মিডিয়াতে। শুধু তাই নয়, ওই ম্যাচে ইতালির ক্লাউদিও মার্চিসিওকে লাল কার্ডও দেখিয়েছিলেন রদ্রিগেজ, এ নিয়েও ম্যাচ শেষে বিতর্ক হয়েছে। তবে জার্মানি-ব্রাজিল সেমিফাইনাল পরিচালনার জন্য রদ্রিগেজকেই উপযুক্ত মনে করেছে ফিফা।উল্লেখ্য, রেফারিং ক্যারিয়ারে মার্কো রদ্রিগেজের এটি তৃতীয় বিশ্বকাপ। তবে ৭ জুলাইয়ের ব্রাজিল-জার্মানি সেমিফাইনাল ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ।
Advertisement