আইন-আদালত

‘রাজাকার’ বলায় জবি ভিসিকে মেজর মান্নানের আইনি নোটিশ

বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুল মান্নানকে টেলিভিশন টক শোতে ‘রাজাকার এবং স্বাধীনতাবিরোধী’ বলে মন্তব্য করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানকে বক্তব্য প্রত্যাহার করতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

Advertisement

রোববার রেজিস্ট্রি ডাকযোগে মেজর (অব.) আবদুল মান্নানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক এ নোটিশটি পাঠান।

এর আগে গত ২৯ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে ‘জনতন্ত্র গণতন্ত্র’ নামের একটি টক শো অনুষ্ঠিত হয়। সেখানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান ‘রাজাকার ও স্বাধীনতাবিরোধী’ বলে মন্তব্য করেন।

ব্যারিস্টার মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে মেজর মান্নানকে নিয়ে টক শোতে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের বক্তব্য প্রত্যাহার চেয়েছি। অন্যথায় তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইনে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করেছি।

Advertisement

এফএইচ/এসএইচএস/জেআইএম