মন্ত্রিসভা থেকে নৌমন্ত্রী শাজাহান খানকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামক একটি সংগঠন।
Advertisement
রোববার বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে মহিউদ্দীন আহমেদ বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ সম্প্রতি জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইন সম্পর্কে বিভিন্ন অংশীজনের ভিন্ন ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। দেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। যার প্রেক্ষিতে একটি আইনে সংযোজন বিযোজন করা হলো। আইনটি খসড়া করার সময় যাত্রীসাধারণে প্রতিনিধি না থাকলেও মালিক-শ্রমিকদের প্রতিনিধি ঠিকই রাখা হয়েছিল।
তিনি বলেন, আমাদের প্রশ্ন, তারা তখন এ ব্যাপারে আপত্তি না তুলে এখন দেশবাসীকে কেন জিম্মি করছে? এ থেকে প্রমাণ হয় তাদের উদ্দেশ্য ভিন্ন। আর শ্রমিকদের এ আন্দোলনের নেতৃত্বে আছেন দেশের জনগণের পক্ষে কাজ করতে শপথ নেয়া নৌমন্ত্রী। তিনি দেশের জনসাধারণের পক্ষে জনপ্রতিনিধি হয়ে মন্ত্রিসভায় গেলেও কাজ করছেন জনগণের বিপক্ষে। এমনকি আইন পাস হওয়ার সময় তিনি সংসদে ছিলেন এবং আইনটি পাসের পক্ষে ভোট দিয়েছেন। তখন তিনি কোন দ্বিমত করেননি। কিন্তু এখন তিনি তার সন্ত্রাসী বাহিনী নামিয়ে সাধারণ মানুষের মুখে পোড়া মবিল মাখিয়ে চলেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
Advertisement
মহিউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আকুতি জানিয়ে বলেন, ‘আপনি গণমানুষের নেত্রী। গণমানুষের এই দুর্দশায় আপনি কিছু করবেন না আমরা তা বিশ্বাস করতে চাই না। আপনার মন্ত্রিসভায় জনস্বার্থ বিরোধী কোন মন্ত্রীকে জনসাধারণ আর দেখতে চায় না। তাই জনবিরোধী মন্ত্রী শাজাহান খানকে বরখাস্ত করে আপনি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশা করি।’
এএস/জেএইচ/জেআইএম