সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তকারীদের সঙ্গে আলোচনা করতে তুরস্কে যাচ্ছেন সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল। তবে তিনি কবে কখন তুরস্কে পৌঁছাবেন সেব্যাপারে পরিষ্কার কোনো তথ্য জানায়নি সৌদি আরব।
Advertisement
তুরস্ক বলছে, সর্বশেষ তথ্য-উপাত্ত নিয়ে তুরস্কের তদন্তকারীদের সঙ্গে আলোচনা করতে আঙ্কারায় যাচ্ছেন সৌদি আরবের শীর্ষ আইনি কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মোজেব।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান গীনা হ্যাস্পেল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে অডিও রেকর্ডে পাওয়া তথ্যের ব্যাপারে অবগত করার দু'দিন পর তুরস্কে সৌদি অ্যাটর্নি জেনারেলের সফরের ঘোষণা এল। তবে কবে নাগাদ সৌদির শীর্ষ এই আইনজীবী তুরস্কে যাবেন সেব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি রিয়াদ।
আরও পড়ুন : সৌদির ওপর ফ্রান্স-জার্মানির নিষেধাজ্ঞা
Advertisement
গত ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজ-পত্র নেয়ার জন্য ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি। ওইদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
তুরস্ক বলছে, কনস্যুলেটের ভেতরে সৌদি রাজপরিবারের সমালোচক এই সাংবাদিককে খুন করেছে সৌদির গুপ্তচররা। সৌদি আরব থেকে উড়ে এসে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে দেশে ফিরে গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ১৮ সৌদি নাগরিককে চিহ্নিত করার পর তাদের তুরস্কের হাতে তুলে দেয়ার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
কিন্তু সৌদি আরব তুর্কি প্রেসিডেন্টের দাবি প্রত্যাখ্যান করে বলছে, তদন্ত শেষ হলে খাশোগি হত্যার সঙ্গে জড়িতদের বিচার সৌদিতে করা হবে।
সূত্র : আলজাজিরা।
Advertisement
এসআইএস/জেআইএম