রাজনীতি

খালেদা জিয়া কি কাল আদালতে যাচ্ছেন?

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় আগামীকাল (সোমবার)। মামলা দায়েরের ৮ বছর ২ মাস ২১ দিন পর এ রায় ঘোষণা করা হবে। তবে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া চাঞ্চল্যকর এ মামলার রায়ের দিন সশরীরে উপস্থিত থাকতে পারবেন কি-না, তাকে আদালতে নেয়া হবে কি-না কিংবা আদালতে যাওয়ার মতো তিনি শারীরিকভাবে সুস্থ আছেন কি না- এসব নিয়ে নানা আলোচনা চলছে।

Advertisement

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন, অসুস্থতা নিয়ে তিনি আদালতে যেতে পারবেন কি না- এ সম্পর্কে জানতে চাইলে তার চিকিৎসার্থে গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘অসুস্থতা নিয়ে তিনি আদালতে যেতে পারবেন কি না- এ প্রশ্ন আপেক্ষিক।’

তিনি উদাহরণ টেনে বলেন, ‘কেউ সামান্য জ্বর হলে মরে গেলাম মরে গেলাম বলে চিৎকার করে, কাঁথা মুড়ি দিয়ে কোঁকাতে থাকেন আবার কেউবা জ্বর নিয়ে দিব্যি ঘুরে বেড়ান। বিষয়টা ঠিক তেমনই।’

‘খালেদা জিয়া আর্থাইটিস, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। কিন্তু এ শরীর নিয়ে যেতেই পারবেন না- এমন নয়। তার আদালতে যাওয়া না যাওয়ার বিষয়টি তার মর্জির ওপর নির্ভর করবে’- যোগ করেন ওই চিকিৎসক। এ বিষয়ে মেডিকেল বোর্ড প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি পাল্টা এ প্রতিবেদকের কাছে জানতে চান-কবে, কিসের রায়? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের বিষয়টি অবহিত করলে তিনি বলেন, ‘আজ রোববার দুপুর দুইটা পর্যন্ত মেডিকেল বোর্ডের কাছে আদালত বা জেল কর্তৃপক্ষ-কেউই বেগম খালেদা জিয়ার শারীরিক ফিটনেস সম্পর্কে জানতে চায়নি। তারা জানতে চাইলে মেডিকেল বোর্ডের সদস্যরা বসে বিভিন্ন রিপোর্ট ও চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবেন।’

Advertisement

এমইউ/এসআর/জেআইএম