খেলাধুলা

ভক্তদের ডিজাইনে টাইগারদের নতুন জার্সি

একের পর এক সাফল্যে ক্রমেই এগিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট। সাফল্যের পাশাপাশি ক্রিকেটারদের জার্সিতেও বৈচিত্র্য আনার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় রবি আয়োজন করতে যাচ্ছে ‘অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট।’ যার স্লোগান ‘তোমার ডিজাইনে জ্বলে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল’। এই প্রতিযোগিতায় সাধারণ ভক্ত থেকে শুরু করে পেশাদার ডিজাইনারও অংশ নিতে পারবে। প্রতিযোগিতা চলবে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত।রোববার (১৬ আগস্ট) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার ঘোষণা দেন রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন আহমেদ, মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।রবি এবং বিসিবি সারা দেশের ফ্যাশন ইনস্টিটিউটগুলোতে প্রচারণা চালাবে। প্রচারণা কার্যক্রম চলাকালে ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা তাদের নিজেদের করা জার্সির ডিজাইনও জমা দিতে পারবেন।এছাড়া আগ্রহীরা jersey@rrobi.com..bd এই ঠিকানায় জার্সির নকশা মেইল করে অথবা www.wearetigers.com.bd ওয়েব সাইটে ভিজিট করে তাদের ডিজাইন আপলোড করেও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।এই সময়ের মধ্যে ভক্ত, সমর্থকদের পাঠানো ডিজাইনগুলো থেকে সেরা ১১টি ডিজাইন নির্বাচন করা হবে। সেগুলোতে কোড দিয়ে দর্শকদের ভোটের জন্য টেলিভিশনে প্রচার করা হবে। দর্শকদের এসএমএস ও অনলাইন ভোটে যে জার্সিটি সেরা নির্বাচিত হবে সেটা পড়ে খেলবে বাংলাদেশ দল। যিনি সেরা ডিজাইনার নির্বাচিত হবেন তিনি পুরস্কার হিসেবে পাবেন ৫ লক্ষ টাকা।এমআর

Advertisement