তথ্যপ্রযুক্তি

কিশোরকে বাঁচালো অ্যাপলের সিরি

ট্রাকের তলায় ঢুকে মেরামতের কাজ করছিলেন স্যাম রে। আশেপাশে কেউ ছিল না। এক পর্যায়ে ট্রাকটি তার ওপর পড়তে শুরু করে। দু`হাত দিয়ে তাৎক্ষণিক ভাবে ট্রাকটিকে ঠেকিয়ে দেন তিনি।এরপর চিৎকার করেও যখন কারো সাহায্য পাওয়া যাচ্ছিল না, তখনই স্যামের মনে পড়ে আইফোনটি তার পেছনের পকেটে রয়েছে। হাত দিয়ে ট্রাকের পতন ঠেকাচ্ছেন বলে ফোনটি নিয়ে সাহায্যের জন্য কাউকে ফোন করার কোনো উপায় নেই।কিন্তু উপস্থিত বুদ্ধিই বাঁচিয়ে দেয় স্যামকে। অনেক কসরত করে পশ্চাৎদেশ ব্যাবহার করেই তিনি চালু করেন `সিরি` এবং জরুরি সেবা সংস্থায় কল পাঠায়।সিরি হচ্ছে অ্যাপলের একটি অ্যাপ্লিকেশন যেটা ব্যবহারকারীর কণ্ঠস্বর সনাক্ত করে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে। এরপর উদ্ধারকারী সংস্থার কর্মীরা এসে স্যামকে উদ্ধার করেন। আকাশপথে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে।অবশ্য এরই মধ্যে স্যামের পাঁজরের কয়েকটি হাড় ভেঙে গেছে, কিডনিতে আঘাত পেয়েছেন। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে তার।যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরে ঘটনাটি ঘটেছে।কয়েকদিন ধরেই আইফোনটি বদলে একটি স্যামসাং গ্যালাক্সি নেয়ার কথা ভাবছিলেন স্যাম। কিন্তু দুর্ঘটনার পর এ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।এসআইএস/এমআরআই

Advertisement