ক্যাম্পাস

লাগাতার কর্মবিরতির হুমকি চবি শিক্ষক সমিতির

বৈষম্যমূলক বেতন কাঠামো বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয় শিক্ষক সমিতি। প্রস্তাবিত এ কাঠামোটি বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানান চবি শিক্ষকরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ সময় সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী বলেন, ‘শিক্ষকরা যৌক্তিক দাবি আদায়ে পিছপা হবে না। আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। শিক্ষকদের কর্মবিরতির কারণে কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে বিভিন্ন বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত ছিল। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের অনুপস্থিতিতে ক্যাম্পাস ছিল একেবারেই ফাঁকা।গত ১২ আগস্ট চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল মনছুর ও সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এক বিবৃতিতে ১৬, ২৩ ও ৩০ আগস্ট তিন ঘণ্টা কর্মবিরতি পালন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বাক্ষর গ্রহণ অভিযান কর্মসূচি পালন করেন।অবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতি কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দিয়েছে চবি শিক্ষক সমিতি।এদিকে রোববার (১৬ আগস্ট) স্বত:স্ফূর্তভাবে কর্মবিরতি পালন করায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুর ও সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়েছেন।প্রায় তিনমাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দাবি আদায়ের জন্য সংবাদ সম্মেলন, মানববন্ধন, কালো ব্যাজ ধারণ, প্রেস ক্লাবে মানববন্ধন, ৩ দিনব্যাপী ১ ঘণ্টা করে কর্মবিরতি, ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি, ৭ আগস্ট পূর্ণদিবস কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।শিক্ষক সমিতির দাবিগুলো হলো- প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা, সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা, প্রতিবেশী দেশসমূহের আলোকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ভাতা, বই ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, সরকারি কর্মকর্তাদের ন্যায় গাড়ি, আবাসন ও অন্যান্য সুবিধা শিক্ষকদের ক্ষেত্রেও নিশ্চিত করা, প্রত্যাশিত বেতন কাঠামো অনুযায়ী ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে শিক্ষকদের পদমর্যাদা ও অবস্থান নিশ্চিত করা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদমর্যাদা মুখ্য সচিব/মন্ত্রিপরিষদ সচিবের সমতুল্য করে সে অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করা এবং অবিলম্বে শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা।জীবন মুছা/এসএইচএস/পিআর

Advertisement