ফুটবল ইতিহাসে এত ভয়ঙ্কর ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা আগে কখনো দেখেনি। প্রতিনিয়তই পরস্পরকে ছাড়াতে মরিয়া ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে এবার নতুন এক লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ অধিনায়ক। সবচেয়ে দানশীল ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে শীর্ষে নাম লিখিয়েছেন রিয়ালদের এই তারকা। তবে এ তালিকায় শীর্ষ ২০ এ নাম নেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।ইউএস ওয়েবসাইট এবং অ্যাথলেট গন গুডের চালানো এক জরিপে রোনালদো শীর্ষস্থানে জায়গা পেয়েছেন। জরিপের এ তালিকায় রোনালদো ছাড়াও রয়েছেন বার্সেলোনার নেইমার, রেসলার জন সিনা, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, দক্ষিণ কোরিয়ার নারী অ্যাথলেট ইয়োনা কিম।জরিপের শীর্ষে স্থান পাওয়া রিয়াল তারকা রোনালদো ১০ বছর বয়সী এক শিশুর মস্তিষ্ক অস্ত্রোপচারের জন্য এগিয়ে আসেন। এজন্য তিনি ৮৩ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। নিজের জন্মভূমি পর্তুগালের মাদেইরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার আর্থিক সাহায্য দেন ‘সিআর সেভেন’। ২০০৮ সালে সেখানে ক্যান্সারের চিকিৎসা করিয়েছিলেন রোনালদোর মা ডোরোরেস আভেরো।তবে ২০০৭ সালে ‘লিও মেসি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা মেসির নাম এ তালিকায় আসেনি। সম্প্রতি আর্জেন্টিনার অভাবগ্রস্ত শিশুদের জন্য ইউনিসেফকে আর্জেন্টাইন মুদ্রায় ৪৫ লাখ অর্থ সহায়তা দিয়েছেন এ বার্সা তারকা। যা প্রায় পাঁচ লাখ ডলারের সমান।জরিপের তালিকায় শীর্ষ ২০-এ মেসির নাম নেই। একমাত্র ক্রিকেটার হিসেবে এ তালিকায় ২০ নম্বরে রয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।এমআর
Advertisement