প্রবাস

নিউজার্সি প্রশাসনের দায়িত্ব পেলেন বাংলাদেশি ফেরদৌস

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফেরদৌস হোসেন। ২৬ অক্টোবর স্থানীয় সিটি হলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আন্দ্রে সাঈদ। রাজ্যটির সিটি প্রশাসনের দায়িত্ব পেলেন একমাত্র প্রবাসী বাংলাদেশি ফেরদৌস হোসেন।

Advertisement

শপথ পাঠ অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সিটির ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত শাহীন খালিক, সাবেক কাউন্সিলর মো. আক্তারুজ্জামান, সিটি কমিশনার কবির আহমেদ শরীফ, পুলিশ অফিসার মাইদুল ইসলাম শামীম, প্যাটারসন জন এফ কেনেডি হাই স্কুলের শিক্ষক মো. ফরিদ উদ্দীন।

এ ছাড়া নিউজার্সি স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, নিউজার্সি স্টেট যুবলীগের সহ-সভাপতি ইমরান হোসাইন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বিএএসএল প্রেসিডেন্ট রুহেল হোসেন, প্যাটারসনের বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেরদৌস হোসেনের জন্ম নিউজার্সির প্যাটারসন সিটিতে। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। প্যাটারসনের কমিউনিটি এক্টিভিস্ট ফারুক হোসেনের ছেলে।

Advertisement

আমেরিকায় উচ্চ শিক্ষিত ফেরদৌস হোসেনের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি, যুক্তরাষ্ট্র

এমআরএম/এমএস

Advertisement