ক্যাম্পাস

রাবি শিক্ষক সমিতির ক্লাস বর্জনের ঘোষণা

প্রস্তাবিত `বৈষম্যমূলক` অষ্টম বেতন কাঠামো ফের নির্ধারণের দাবিতে প্রতি রোববার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে শিক্ষক সমিতির আয়োজনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলাকালে বক্তারা এ ঘোষণা দেন।বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ যে বৈষম্যের শিকার হয়েছেন তা কখনো মেনে নেয়ার মতো নয়। শুধু তাই নয় আমাদের মনে হয়েছে এই পে-কমিশন রিপোর্ট তৈরির সঙ্গে জড়িত সচিবগণ অপকৌশল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদার অবমাননা করার চেষ্টা করেছেন।বক্তারা আরো বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতি রোববার এ কর্মসূচি পালন করা হবে। এছাড়াও আগামী ১৯ তারিখের মধ্যে স্বাক্ষর অভিযান শেষ করে তা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কাছে পাঠানো হবে। এছাড়া প্রতি রোববার আন্দোলনের সময় কালো ব্যাচ ধারণ করা হবে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস অরুন কুমার বসাক, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের সহকারী অধ্যাপক এস এম শফিউজ্জামান প্রমুখ। এ সময় পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস অরুন কুমার বসাকের স্বাক্ষর করার মাধ্যমে স্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক এই স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাশেদ রিন্টু/এআরএ/পিআর

Advertisement