তথ্যপ্রযুক্তি

নতুন ফিচার যুক্ত হলো ফেসবুকে

প্রতি মাসে দুই মিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। সামাজিক এই যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তাকে ধরে রাখতে নতুন নতুন ফিচার যোগ করে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি ফিচার।

Advertisement

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ‘ফেসবুক স্টোরিতে’ শেয়ার করা ছবি ও ভিডিওতে পছন্দের গান যোগ করতে পারবেন৷ শিগগিরই নিউজ ফিডেও ফিচারটি পাওয়া যাবে৷

এছাড়া কিছু দিনের মধ্যেই ব্যবহারকারীরা নিজের প্রোফাইলের মধ্যেই গান অ্যাড করার সুযোগ পাবেন৷ ইতোমধ্যে ইন্সট্রাগ্রামে এ সুবিধা পাওয়া যাচ্ছে৷ একই ধাঁচে ফেসবুকেও কাজ করবে এই মিউজিক ফিচার৷

নতুন এই ফিচার পেতে প্রথমে নিজের পছন্দের ছবি অথবা ভিডিও নিয়ে স্টিকার আইকনে ট্যাপ করতে হবে৷ এরপর মিউজিক স্টিকার সিলেক্ট করে নিজের পছন্দের গানটি বেছে নিয়ে শেয়ার করতে হবে৷ এতে গানসহ শিল্পীর নামও যোগ করার সুযোগও রয়েছে৷এছাড়া অ্যাড করা স্টিকারকে মুভ করা কিংবা অন্যান্য স্টিকার অ্যাড করার অপশনও থাকছে ইউজারদের হাতে৷

Advertisement

ফেসবুক জানিয়েছে, কিছুদিন আগেই (জুনে) ‘লিপ সিঙ্ক লাইভ’ ফিচার চালু করেছে তারা৷ যার সুবিধা বিশ্ববাসী পেয়েছেন৷ এছাড়াও সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে একাধিক নিত্যনতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক। এসব ফিচার ক্রমাগত আকর্ষণ বাড়াচ্ছে ইউজারদের৷

এমএমজেড/পিআর