ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই আজ রোববার সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।এর আগে প্রথম রাউন্ডের দুটি ম্যাচ দাপটের সাথে জেতা বাংলাদেশ সেমিতে পরোয়া করছেনা আফগানদের। পরিচিত মাঠ, দর্শক, আবহাওয়া সবকিছু কাজে লাগিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা ঘরে তুলতে চায় স্বাগতিকরা দলের অধিনায়ক।দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অনূর্ধ্ব-১৬ দলের সাথে ভালো চেনাজানা থাকলেও আফগানিস্তান খুব একটা পরিচিত নয় বাংলার কিশোরদের কাছে। এখন পর্যন্ত মাত্র একবার আফগান কিশোর দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেটাও আবার সাফ অনূর্ধ্ব-১৬’র দ্বিতীয় আসরে। সেবারের দেখায় ১-০ গোলে জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।সাফের তৃতীয় আসরে এই আফগানরাই বাংলাদেশের ফাইনালের পথে বাঁধার নাম। যদিও, শ্রীলংকা ও ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে স্বাগতিকরা আছে ফুরফুরে মেজাজ। তবে, তাতেই অবশ্য গা ভাসিয়ে দিচ্ছে না বাংলার কিশোররা। সেমিফাইনালে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই ভালো কিছু করতে মরিয়া দলের কোচ ও অধিনায়ক।এমআর
Advertisement