ধর্ম

কেরানিগঞ্জে চলছে ঢাকা জেলা ইজতেমা

দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভির অনুসরারিরা ২৬, ২৭ ও ২৮ তারিখ মিরপুর ১২ নম্বরের ইস্টার্ন হাউজিং মাঠে ৩ দিনব্যাপী ঢাকা জেলা ইজতেমার ঘোষণা দিয়েছিল। অবশেষে তা ঢাকায় হচ্ছে না।

Advertisement

চার দফায় পুলিশের বাধার সম্মুখীন হয়ে অবশেষে ঢাকার কেরানীগঞ্জে কোনাখোলায় শুরু হয়েছে তাবলিগ জামাতের ঢাকা জেলার ইজতেমা। আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষে নিজামুদ্দিনপন্থীদের জেলাভিত্তিক ইজতেমার ধারাবাহিকতায় ঢাকা জেলার এ ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জের কোনাখোলায় নিজামুদ্দিনপন্থীদের ‘ঢাকা জেলা ইজতেমা’ চলছে । মিরপুর ১২ ইস্টার্ন হাউজিং মাঠের প্রস্তুতিতে প্রশাসনের বাধায় তা স্থগিত হয়ে যায়। সে বাধা উপেক্ষা করে তারা কেরানিগঞ্জে ইজতেমার প্রস্তুতি নেয়।

কেরানিগঞ্জের কোনাখোলায় খোলা আকাশের নিচে উপস্থিত লাখ লাখ মুসল্লি ত্রিপল ও শামিয়ানা টানিয়ে ঐতিহাসিক এই ইজতেমায় অংশ নিয়েছেন। জুমার নামাজে কয়েক লাখ মুসল্লি জড়ো হয়েছেন। মাঠে লোকে লোকারণ্য। লাখো মানুষের জমায়েতে জুমার নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের প্রবীণ মুরব্বি মাওলানা মোশাররফ হোসাইন।

Advertisement

শুক্রবার বাদ জুমআ ইজতেমা শুরু হলেও বাদ ফজর বয়ান করেন তাবলীগের নিজামুদ্দিনপন্থী মুরুব্বি মাওলানা মুহম্মদ উল্লাহ।

আগামীকাল রোববার দোয়ার মাধ্যমে নিজামুদ্দীনপন্থীদের ঢাকা জেলা ইজতেমা শেষ হবে। ইজতেমায় বয়ান করবেন, মাওলানা আব্দুল্লাহ মনসুর, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন ও মাওলানা আশরাফ আলী প্রমুখ।

বাদ জুমআ বয়ান করেন কাকরাইল মসজিদের মুকিম মাওলানা আব্দুল্লাহ মনসুর। বাদ আছর বয়ান করেন বাংলাদেশ তাবলিগ জামাতের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, বাদ মাগরিব বয়ান করেন কাকরাইল মসজিদের প্রবীণ মুরুব্বি ও বাংলাদেশ তাবলিগ জামাতের আহলে শূরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং শনিবার বাদ ফজর বয়ান করেন মাওলানা আশরাফ আলী সাহেব।

মিরপুর ১২ নম্বরের ইস্টার্ন হাউজিং মাঠে ৩ দিনব্যাপী ঢাকা জেলা ইজতেমা’র বিষয়ে মাওলানা জিয়া বিন কাসেম বলেন, ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ঢাকা মেট্রোর ভেতরে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ দেয়া সম্ভব নয় বলে ঢাকা মেট্রোর বাইরে ইজতেমার পরামর্শ দেয়। জেলা প্রশাসকের সে নির্দেশ মোতাবেকই কেরানিগঞ্জের কোনাখোলায় এ আয়োজন।

Advertisement

কোনাখোলার এ ইজতেমা থেকে সারাদেশে ৫০০ জামাত বের হবে বলেও জানান তিনি।

এমএমএস/পিআর