জাতীয়

ক্ষতিকর মার্কারী ব্যবহার বন্ধের দাবি

দেশের বিভিন্ন পণ্যের মধ্যে বিশেষ করে প্রসাধনী, থার্মোমিটার ও বাচ্চাদের খেলনা তৈরিতে ক্ষতিকর মার্কারী ব্যবহার  বন্ধের দাবি জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘রিডাকশন অব ডিমান্ড-ফর মার্কারী, ইন মার্কারী কন্টেইনিং প্রোডাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায়  সংগঠনটি এ দাবি জানায়।এসডো এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তারা বলেন, প্রসাধনী, থার্মোমিটার ও বাচ্চাদের খেলনা এমনকি খাদ্য প্রক্রিয়াজাতকরণের কাজে ক্ষতিকর মার্কারী ব্যবহার হচ্ছে।সংগঠনটির এক গবেষণায় জানা গেছে, ২০১৪ সালে প্রায় ৫৮.৫ মেট্রিক টন মার্কারী আমদানী করা হয়েছে।এ ক্ষতিকর মার্কারী ব্যবহারে কোনো নীতিমালা না থাকায় যত্রতত্র ভাবে ব্যবহার হচ্ছে বলেও দাবি করছে এসডো। কর্মশালায় অংশ নিয়ে  পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মার্কারীর ক্ষতিকর দিকগুলোর অবসান করার চেষ্টা করতে হবে। সরকারের অবশ্যই এ বিষয়গুলোতে দৃষ্টি দেওয়া দায়িত্ব।  পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও এসডোর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডঃ আবু জাফর মাহমুদ, এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন, নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা  প্রমুখ।আএসএস/এএইচ/এমআরআই

Advertisement