গত মাসের শেষ দিনে প্রথমবারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েস। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিনি যেন পেলেন সন্তানভাগ্যের ছোঁয়া। ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা তিন ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের দেখা পেয়ে গেলেন ৩১ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।
Advertisement
তামিম ইকবাল সুস্থ থাকলে চলতি সিরিজে খেলাই হতো না তার। দেশসেরা ওপেনার তামিমের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে জাতীয় দলের নির্বাচকদের যেন মধুর সমস্যায় ফেলে দিলেন কায়েস। দলের ওপেনিং পজিশনে তামিম সঙ্গী বাছাইয়ে হয়তো নতুন করে ভাবাও লাগতে পারে বিসিবির।
কেননা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ব্যাট উচিয়ে ধরার কৃতিত্ব দেখিয়েছেন কায়েস। প্রথম ম্যাচে খেলেছেন ম্যাচ জেতানো ১৪৪ রানের ইনিংস, নিজে পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার। দ্বিতীয় ম্যাচে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও, ৯০ রানের ইনিংসে নিশ্চিত করেছেন দলের জয়।
সেই ধারাবাহিকতা শেষ ম্যাচেও বয়ে আনলেন কায়েস। ২৮৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান লিটন দাস। পুরো দায়িত্ব চলে আসে ইমরুলের কাঁধে। এ ম্যাচের মধ্য দিয়েই সিরিজে প্রথমবারের মত ডাক পাওয়া সৌম্য সরকারকে নিয়ে সে কাজটি বেশ ভালোভাবেই করছেন সদ্য বাবা হওয়া ইমরুল।
Advertisement
ইমরুলের দেখাদেখি পঞ্চাশ করে ফেলেছেন সৌম্যও। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের পথে এগুচ্ছে বাংলাদেশ দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৩০ রান। ক্যারিয়ারের ১৭তম ফিফটি করে ৬২ বলে ৬৭ রান নিয়ে খেলছেন ইমরুল। সৌম্যর সংগ্রহ ৫৬ বলে ৫৪ রান।
এসএএস/পিআর