খেলাধুলা

বাংলাদেশের মেয়েদের বিদায়

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে চাইনিজ তাইপের কাছে।

Advertisement

বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে ৭-০ গোলে হেরেছিল দক্ষিণ কোরিয়ার কাছে। পর পর দুই হারে বাংলাদেশের আর কোনো সম্ভাবনাই থাকলো না দ্বিতীয় রাউন্ডে ওঠার।

চাইনিজ তাইপের মেয়েরা দুই অর্ধে ২ গোল করে পার্থক্যটা বুঝিয়ে দেয়। ৪৪ মিনিটে প্রথম এবং ৭১ মিনিটে দ্বিতীয় গোল করে বাকি সময় ব্যবধানটা ধরে রাখে তারা। বাংলাদেশ গোল করে আর ম্যাচে ফিরতে পারেনি। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ কিংবা অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সঙ্গে সিনিয়র টুর্নামেন্টের পার্থক্যটা বুঝলো বাংলাদেশের মেয়েরা দুই ম্যাচে ৯ গোল হজম করে।

বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ২৮ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে। এ ম্যাচ জিতলে অন্তত একটা সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে পারবে সাফ অঞ্চলে উড়তে থাকা লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

Advertisement

আরআই/এমএমআর/পিআর