সাড়া জাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিনা মূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম।
Advertisement
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেয়র সাঈদ খোকন গত ১৮ অক্টোবর থেকে চালু করেন বিনামূল্যে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। ডিএসসিসির পাঁচটি অঞ্চলের ৫৭টি ওয়ার্ডের ৬৮ কেন্দ্রে এ কর্যক্রম চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
জানা গেছে, বিনামূল্যে সেবা পেতে প্রতিটি কেন্দ্রেই বিপুল সংখ্যক নারী শিশুসহ দুস্থ মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন।
এদিকে, মেয়র সাঈদ খোকনের এ উদ্যোগের প্রশংসা করে সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নগরবাসী।
Advertisement
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে সাব-অ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার, দক্ষ শ্রমিক ও ওয়ার্ড সচিবদের সমন্বয়ে ৮৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। ৬৮টি টিমে ১০৫ পুরুষ ও ৩৭ মহিলাসহ মোট ১৪২ জন সাব-অ্যাসিসিটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার এতে অংশ নিয়েছে। প্রতিটি কেন্দ্রে দুই দিন করে এ সেবা দেয়া হবে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মত মেয়র ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন। যা সব মহলের ব্যাপকভাবে প্রশংসিত।
এএস/এএইচ/পিআর
Advertisement