দেশজুড়ে

সুন্দরবনে দস্যু বাহিনীর প্রধান মোমিন গাজী আটক

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চ এলাকার চুনকুড়ি নদীর মাথাভাঙা খালের মুখে অভিযান চালিয়ে বনদস্যু বাহিনীর প্রধান মোমিন গাজীকে আটক করছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

Advertisement

আটক বনদস্যু আব্দুল মোমিন গাজী (৫৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের মৃত হামিজ উদ্দীনের ছেলে।

শ্যামনগর উপজেলার কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা আমির হোসেন জাগো নিউজকে জানান, অভিযান চালিয়ে দস্যুবাহিনী প্রধান আব্দুল মোমিন গাজীকে আটক করা হয়েছে। সুন্দরবনে নিজের নামেই দস্যু বাহিনী গড়ে তুলে ত্রাস সৃষ্টি করতো মোমিন গাজী। অভিযানের সময় বাকিরা পালিয়ে গেলেও বাহিনীপ্রধানকে আটক করা সম্ভব হয়েছে। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, বুধবার অভিযান চালিয়ে তাদের দস্যুতার কাজে ব্যবহৃত চারটি পাইপগান, ২০৩টি চকলেট বোমা, একটি চাকু, আট প্যাকেট মার্বেল, বনদস্যুদের ব্যবহৃত একটি মোবাইল, একটি নৌকা ও অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়।

Advertisement

আকরামুল ইসলাম/বিএ