খেলাধুলা

বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত প্রথম বিভাগ দাবা লিগ শুরু হচ্ছে বৃহস্পতিবার। লিগে অংশ নিচ্ছে ১১টি ক্লাব। এবারের প্রথম বিভাগ লিগ বেশ জমবে বলেই মনে করছেন দাবা সংশ্লিষ্টরা। কারণ, এই লিগে বেশিরভাগ ক্লাব বিদেশি খেলোয়াড় এনেছে। বুধবার পর্যন্ত ৬ ক্লাবে যোগ দিয়েছেন ১২ বিদেশি। যাদের সবাই ভারতের।

Advertisement

পড়শি দেশ বলে দাবাড়ু আনতে তুলনামূলক খরচ কম। ভারতীয় এই দাবাড়ুদের অবশ্য কেউই গ্র্যান্ডমাস্টার নন। তাদের গড় পারিশ্রমিক ৫/৬ শত মার্কিন ডলার। তাই ক্লাবগুলো এবার বিদেশিদের দিকে ঝুঁকেছে।

আগের প্রথম বিভাগ দাবা লিগে যেখানে বিদেশি খেলোয়াড় ছিলেন মাত্র ৬ জন সেখানে এবার দ্বিগুণ। উত্তরা চেস ক্লাব কস্তভ কুন্ডু, দেবশীষ মুখার্জী, বশির মেমোরিয়ালে সম্বর্তা ব্যানার্জী, স্বর্নামো বিশ্বাস, অগ্রণী ব্যাংকে সম্রাট গোড়াই, শুভ্রদীপ্ত দাস, জনতা ব্যাংকে অন্বেষ উপাধ্যায়, রাকেশ কুমার, কাসপারভ ক্লাবে অমিতাভ বিশ্বাস, মির চেজ ক্লাবে খেলবেন শঙ্কলন ভারতী ও সৃজিত কুমারকে এনেছে।

লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে আগামী বছর প্রিমিয়ার লিগে। নিচের দুটি দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে। এবারের প্রথম বিভাগ দাবা লিগ পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন।

Advertisement

আরআই/আইএইচএস/বিএ