শুরুর স্পেলটা ঠিক মনের মতো করতে পারেননি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যে কারণে মাত্র দুই ওভার করেই ডেকে নিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিংয়ে এসে প্রথম ওভারেই আঘাত হেনেছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।
Advertisement
জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেছেন সাইফউদ্দিন। অফস্টাম্পের বাইরে পড়ে হালকা সুইংয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন জিম্বাবুয়ের অধিনায়ক।
আউট হওয়ার আগে ২ চারের মারে ১৮ বলে ১৪ রান করেন মাসাকাদজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান। মাশরাফি দুই ওভারে খরচ করেছেন ১৪ রান। কোনো উইকেট না পেলেও কিপটে বোলিংয়ে দুই ওভারে মাত্র ৩ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান।
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে উইকেট পাওয়া সাইফউদ্দিন নিজের প্রথম ওভারে দিয়েছেন একটি মাত্র। দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাট করছেন ওপেনার সেফাস ঝুয়াও ও অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর।
Advertisement
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি মাহমুদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সেফাস ঝুয়াও, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।
এসএএস/পিআর
Advertisement