দেশজুড়ে

বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় বাসের আট যাত্রী নিহতের ঘটনার মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম এ আদেশ দেন।

মনিরুল হক চৌধুরীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দেন। আমরা উচ্চ আদালতে সহসাই তার জামিন চাইব, আশা করি ন্যায় বিচার পাব।

আদালত সূত্র জানায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের আট জন যাত্রী নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ এজাহার বহির্ভূত ৩২ জনকে অন্তর্ভুক্ত করে গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে।

Advertisement

মো. কামাল উদ্দিন/আরএ/পিআর