খেলাধুলা

‘দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ’

সংশয় ছিলো মোস্তাফিজুর রহমানকে ঘিরে। ম্যাচের আগেরদিন (মঙ্গলবার) সংবাদ মাধ্যমে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন কনুইতে একটু ব্যথা আছে বাঁহাতি কাটার মাস্টারের। তবে ম্যাচের দিন (বুধবার) জাগোনিউজের সাথে মুঠোফোন আলাপে এ সংশয় দূর করে দিয়েছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

Advertisement

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানিয়েছেন সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে খেলতে নামা ম্যাচে মোস্তাফিজ থাকবেন। মঙ্গলবার মাশরাফির কথায়ই আঁচ পাওয়া গিয়েছিল অন্তত দ্বিতীয় ম্যাচেই একাদশে কোনো পরিবর্তন আনতে রাজি নয় বাংলাদেশ। একই সুরে কথা বলেছেন নান্নুও।

বন্দর নগরীতে সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ দল উঠেছে শহরের র‍্যাডিসন ব্লুতে। সেখানে দলের সাথেই অবস্থান করছেন প্রধান নির্বাচক নান্নুও। এরই মাঝে বুধবার সকালে তিনি কথা বলেছেন জাগোনিউজের সাথে। দ্বিতীয় ম্যাচের একাদশের ব্যাপারে ধারণা দেয়ার পাশাপাশি চট্টগ্রামের বর্তমান ক্রিকেট ও ভবিষ্যত পরিকল্পনা নিয়েও নানা কথা বলেন তিনি।

একাদশের ব্যাপারে জানাতে গিয়ে নান্নু বলেন, ‘প্রথম ম্যাচের একাদশ নিয়েই নামা হবে। মোস্তাফিজের ব্যাপারে খানিক অনিশ্চয়তা ছিলো। তবে এখন সে সুস্থ। ম্যাচ খেলতে কোনো সমস্যা নেই। এছাড়া দলের অন্যদের নিয়ে আর কোনো চিন্তা নেই।’

Advertisement

প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল ত্রিশ বছর বয়সী বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার ফজলে রাব্বি মাহমুদের। মাত্র চার বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। এই চার বলের খেলার দেখেই তার ব্যাটিং অ্যাপ্রোচ ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। দাবী উঠে পরের ম্যাচেই তাকে বাদ দেয়ার। তবে দল এসব নিয়ে ভাবছে না। ফজলে রাব্বিসহ অপরিবর্তিত একাদশই থাকছে সিরিজের দ্বিতীয় ম্যাচে।

অর্থাৎ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ দাঁড়ায়- লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি মাহমুদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

এআরবি/এসএএস/আরআইপি

Advertisement