রাজধানীর রামপুরা এলাকায় অনুনোমিত ও ভেজাল আইসক্রিম ফ্যাক্টরির বিরুদ্ধে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার সকাল সাড়ে ১০টায় ১৪৯, রামপুরার ওয়াপদা রোড সংলগ্ন মারিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান শুরু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম।তিনি জানান, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের নের্তৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ ব্যাপারে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।জেইউ/আরএস/পিআর
Advertisement