জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, আমরা চাচ্ছি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত হবে।
Advertisement
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কামাল হোসেন বলেন, সমাবেশকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় সেই লক্ষ্যে কাজ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
এদিকে মঙ্গলবার রাতে সিলেটে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক ও অবরুদ্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে বিষয়টি জানা নেই উল্লেখ করে তিনি বলেন, পুলিশ এটা করার কথা নয়। যদি এটা করে থাকে তাহলে এটি অন্যায়। পুলিশকে দেখাতে হবে কোথাও আইনের ব্যত্যয় ঘটেছে কি না।
Advertisement
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ আরও কয়েকজন নেতা তার সঙ্গে সিলেট আসেন।
বুধবার (২৪ অক্টোবর) নগরের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে ড. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
ছামির মাহমুদ/বিএ
Advertisement