ডিপজিটরির (ব্যবহারকারী) মাধ্যমে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
Advertisement
মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। এ অনুমোদনের ফলে স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়াই কোম্পানি দুটি অনুমোদিত শেয়ার হস্তান্তর করতে পারবে।
বিএসইজি জানিয়েছে, ইউনাইটেড এনার্জি লিমিটেডের কাছে কেপিসিএলর ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৪৫৬টি শেয়ার রয়েছে। এ ছাড়া ইউনাইটেড পাওয়ারের ৩৫ কোটি ৯৩ লাখ ৯ হাজার ১৬২টি শেয়ার রয়েছে। এ শেয়ারগুলো একই মালিকানাধীন ময়মনসিংহ পাওয়ারের অনুকূলে ডিপজিটরি অংশগ্রহণকারীর মাধ্যমে হস্তান্তর করা হবে।
এ শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কোম্পানি দুটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা ২০১৮ এর সংশ্লিষ্ট বিধি পরিপালন করা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
Advertisement
এমএএস/জেডএ/পিআর