‘এএএমএল ইউনিট ফান্ড’ নামের একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
Advertisement
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে ৬৬২তম কমিশন সভায় মিউচ্যুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়।
বিএসইসি জানিয়েছে, এই মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অ্যাসুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এক কোটি টাকা দেবে। বাকি ৯ কোটি সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে।
বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
Advertisement
বে-মেয়াদি ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে অ্যাসুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংক।
এমএএস/জেডএ/পিআর