ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম থেকে এমবিবিএস পাসকৃত শ্রীলঙ্কার ১০ শিক্ষার্থীকে মূল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ঢাকায় শ্রীলঙ্কান হাইকমিশনের ডেপুটি হেড অব মিশন সামিরা দায়েসকেরার হাতে এসব সার্টিফিকেট তুলে দেয়া হয়। এসব শিক্ষার্থীরা ইউএসটিসি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
Advertisement
ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, প্রবেশনারি সার্টিফিকেট জমা দেয়া হলে বাকি শিক্ষার্থীদেরকে মূল সার্টিফিকেট দেয়া হবে। এজন্য অতিরিক্ত কোনো ফি ইউএসটিসিতে জমা দিতে হবে না। গত ১০ সেপ্টেম্বর ঢাকাস্থ শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ক্রিসান্তে ডি সিলভা- ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইউজিসি চেয়ারম্যানের কাছে ইউএসটিসি থেকে পাসকৃত শ্রীলঙ্কার শিক্ষার্থীদের কাছ থেকে মেডিকেল ইন্টার্নশিপ প্রোগামের জন্য অতিরিক্ত ফি আদায় ও অন্যান্য বিষয় তুলে ধরেন এবং এর সুষ্ঠু সমাধান ও সহযোগিতা আশা করেন।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. খালেদ ও প্রশাসন বিভাগের উপ-সচিব শাহিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচএম/জেএইচ/এমএস
Advertisement