অর্থনীতি

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি চারটি হলো- বিবিএস কেবলস, কাশেম ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস এবং বসুন্ধরা পেপার মিলস।

Advertisement

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানি চারটি।

বিবিএস কেবলস-

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ । এ জন্য আগামী ২৩ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

Advertisement

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩১ পয়সা।

কাশেম ইন্ডাস্ট্রিজ-

শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ জন্য বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ৩৫ টাকা ২৫ পয়সা।

Advertisement

বসুন্ধরা পেপার-

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানির পরিচালনা পর্ষদ। এ জন্য বার্ষিক সাধারণ সভা আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ৪৯ টাকা ১৮ পয়সা।

আমরা নেটওয়ার্কস-

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ জন্য বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে এই কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ১ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ৩২ টাকা ৩৩ পয়সা।

এমএএস/জেডএ/এমএস