দুই দিনের সফরে আজ (রোববার) নাটোর যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বিচারপতির সফর উপলক্ষে নাটোর জেলা আইনজীবী সমিতি সকল প্রস্তুতি গ্রহণ করেছে করে জানিয়েছে নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর।তিনি আরো জানান, প্রধান বিচারপতি রোববার ও সোমবার নাটোরে অবস্থান করবেন। এ সময় তিনি বিভিন্ন আদালতে বিচার কার্যক্রম পরিদর্শন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিয় করবেন। তাকে স্বাগত জানাতে জেলা আইনজীবী সমিতি প্রস্তুতি গ্রহণ করেছে।বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার জন্ম ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি। ১৯৭৪ সালে সিলেট বারে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করার পর ১৯৭৮ সালে হাই কোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে তালিকাভুক্ত হন এস কে সিনহা। হাই কোর্টে তিনি বিচারক হিসাবে নিয়োগ পান ১৯৯৯ সালের ২৪ অক্টোবর। আপিল বিভাগে আসেন ২০০৯ সালের ১৬ জুলাই। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চলতি বছরের ৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া বেঞ্চের সদস্য ছিলেন।আরএস/এমএস
Advertisement