জাগো জবস

কিছুসংখ্যক প্রশিক্ষক নিচ্ছে জাতীয় মহিলা সংস্থা

জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পে (২য় পর্যায়) কিছুসংখ্যক প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: জাতীয় মহিলা সংস্থা

পদের নাম: ট্রেড প্রশিক্ষক ট্রেডের নাম: সাবান-মোমবাতি ও শোপিস তৈরি পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি দক্ষতা: সংশ্লিষ্ট ট্রেডে ৪ মাসের প্রশিক্ষণঅভিজ্ঞতা: ০১ বছরবেতন: ১৮,৩০০ টাকা

পদের নাম: ট্রেড প্রশিক্ষক ট্রেডের নাম: ব্লক-বাটিক ও স্ক্রীন প্রিন্ট পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি দক্ষতা: সংশ্লিষ্ট ট্রেডে ৪ মাসের প্রশিক্ষণঅভিজ্ঞতা: ০১ বছর বেতন: ১৮,৩০০ টাকা

Advertisement

> আরও পড়ুন- আনসার-ভিডিপিতে ১০০০ চাকরির সুযোগ

পদের নাম: ট্রেড প্রশিক্ষক ট্রেডের নাম: নকশী কাঁথা ও কাটিংপদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি দক্ষতা: সংশ্লিষ্ট ট্রেডে ৪ মাসের প্রশিক্ষণঅভিজ্ঞতা: ০১ বছরবেতন: ১৮,৩০০ টাকা

পদের নাম: সহকারী ট্রেড প্রশিক্ষক ট্রেডের নাম: ব্লক-বাটিক ও স্ক্রীন প্রিন্ট পদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি দক্ষতা: সংশ্লিষ্ট ট্রেডে ৪ মাসের প্রশিক্ষণ অভিজ্ঞতা: ০১ বছরবেতন: ১৭,০৪৫ টাকা

বয়স: ১৫ নভেম্বর ২০১৮ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

Advertisement

আবেদনপত্র সংগ্রহ: প্রকল্পের ওয়েবসাইট www.ubmwdp.gov.bd এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), জাতীয় মহিলা সংস্থা, ৪র্থ তলা, কক্ষ নং- ৪০৪, ১৪৫ নিউ বেইলি রোড, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০১৮

এসইউ/এমএস