দেশজুড়ে

মাগুরায় নারীসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকা থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোছা. হেলেনা বেগম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর নেতৃত্বে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে এ অভিযান চালায়। মাদক ব্যবসায়ী হেলেনা পারনান্দুয়ালী গ্রামের হাসেম মোল্লার স্ত্রী। এ বিষয়ে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, পারনান্দুয়ালী গ্রামের মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত হেলেনা বেগম সম্পর্কে বিভিন্ন বিশ্বস্থ সূত্র থেকে জানতে পেরে তিনি নিজেই শনিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় শহরতলীর পারনান্দুয়ালী বৌ বাজার এলাকায় হেলেনা বেগমের বাড়িতে তল্লাশি চালানো হলে বিছানার তলায়, রান্না ঘরে, টয়লেটের ভেতরসহ বেশ কয়েকটি জায়গায় সুকৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। অন্যদিকে, ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর ভায়না বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মো. সাগর বিশ্বাস (২০) নামের অারেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাগর বিশ্বাস সদর উপজেলার দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামের মো. আজগর আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ভায়না বাসস্ট্যান্ড এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে পুলিশ জানায়।মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, জেলার মাদক ব্যবসায়ীদের সম্পূর্ণ নির্মুল করা না পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, এ দুটি ঘটনায় মাগুরা সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস

Advertisement