মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করার অভিযোগে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২২ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
Advertisement
এ সময় বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও আইএমইআই নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব-৩ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, এ ব্যাপারে বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এসআর/জেআইএম
Advertisement