জাতীয়

বাংলাদেশে এমিরেটসের নতুন এরিয়া ম্যানেজার

বাংলাদেশে এমিরেটসের নতুন এরিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাঈদ আবদুল্লা মিরান। তিনি বাংলাদেশে এমিরেটসের কার্যক্রম তত্ত্বাবধান, এয়ারলাইনটির অবস্থান সম্প্রসারণ এবং রাজস্ব অপটিমাইজেশনের দায়িত্ব পালন করবেন।

Advertisement

দুবাইয়ে জন্মগ্রহণকারী সাঈদ ব্যবসা প্রশাসনে ব্যাচেলর এবং কূটনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ৬ বছর পূর্বে তিনি দোহার কমার্শিয়াল সাপোর্ট ম্যানেজার হিসেবে এমিরেটসে যোগ দেন। পরবর্তীতে সুদানে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব সম্পর্কে সাঈদ বলেছেন, বাংলাদেশ একটি দ্রুত প্রবৃদ্ধিশীল মার্কেট এবং এখানে সম্ভাবনাও প্রচুর। প্রশংসনীয় সেবার কারণে বাংলাদেশি ভ্রমণকারীদের মাঝে এমিরেটসের যথেষ্ট সুনাম রয়েছে। টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হব বলে আশা করছি।

এমিরেটসের পশ্চিম এশিয়া ও ভারতীয় মহাসাগর অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ খুরি আশা প্রকাশ বলেছেন, পূর্বের স্টেশনগুলোতে অর্জিত অসাধারণ সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাঈদ বাংলাদেশে এমিরেটসের উন্নয়ন অব্যাহত রাখতে মূল ভূমিকা পালন করবে।

Advertisement

বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস এবং ভায়া দুবাই ৮৬টি দেশের ১৬০টির অধিক গন্তব্যে যাত্রীদের সুবিধাজনক সংযোগ প্রদান করছে।

আরএম/আরএস/জেআইএম