সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে। সুবীর নন্দী নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেছেন।
Advertisement
গতকাল রোববার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা মামলাটি সিআর হিসাবে গণ্য করে সোমবার অধিকতর শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর রাত ১২টা ২৫মিনিটে একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নাল অনুষ্ঠানে বিবাদী ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘আপনি একজন চরিত্রহীন নারী’ বলে অপদস্ত করেন। যা বিবাদীর সম্পূর্ণ এখতিয়ার বর্হিভূত ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী। মামলায় মাসুদা ভাট্টিসহ পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/পিআর
Advertisement