খেলাধুলা

কক্সবাজারে নাঈম হাসানের ৮ উইকেট

তৃতীয় রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে নিয়েছিলেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। ন্যাশনাল ক্রিকেট লিগের পরবর্তী রাউন্ডেই নিজেকে ছাড়িয়ে গেলেন ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসান।

Advertisement

কক্সবাজারে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে একাই নিলেন ৮ উইকেট। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৮৮ রানে গুটিয়ে গেছে ঢাকা বিভাগ। প্রথম দিনে আর ব্যাট করতে নামার সময় পায়নি নাঈমের চট্টগ্রাম।

চলতি বছরের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছিলেন নাঈম। ডাক পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও। সেবার অভিষেক না হলেও আলোচনায় ঠিকই ছিলেন তিনি।

এনসিএলের গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। সে মৌসুমে বল হাতে তেমন কিছু করতে পারেননি নাঈম। তবে চলতি মৌসুমে স্পিন ঘূর্ণি দেখাচ্ছেন এ তরুণ অফস্পিনার।

Advertisement

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল ঢাকা। তাদের প্রথম উইকেটটা নেন সাখাওয়াত হোসেন এবং অষ্টম উইকেট নেন মোহাম্মদ ইফরান। বাকি ৮ উইকেটের সবকটাই যায় নাঈমের দখলে।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেয়া নাঈম ৮ উইকেট নিতে খরচ করেন ১০৬ রান। তার সামনে অসহায় আত্মসমর্পন করেন আব্দুল মজিদ, রকিবুল হাসান, নাদিফ চৌধুরীরা। চার নম্বরে বোলিং করতে এসে ৩৫ ওভার বোলিং করে ক্যারিয়ার সেরা এ বোলিং করেন নাঈম।

নাঈমের বোলিং তোপে পড়ার আগে ঢাকার পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন আব্দুল মজিদ। এছাড়া শুভাগত হোম ৫৭, সাঈফ হাসান ৪১, নাজমুল হোসেন মিলন ৩৫ ও শাহাদাৎ হোসেন রাজীব করেন ৩৪ রান। ঢাকার ইনিংস থেমে যায় ২৮৮ রানে।

এসএএস/এমএস

Advertisement