বাণী :
Advertisement
পরিবেশসংসারের আনন্দময় পরিবেশ ভাল কিছু করার প্রেরণা যোগায়- জন মেসভিল্ড।তোমার যা আছে তা দিয়েই আনন্দময় পরিবেশ গড়ে নাও - অল্টার ওয়াটসন।দরিদ্রই পরিবেশ দূষণের প্রধান কারণ -ইন্দিরা অজ্ঞ ব্যক্তিরাই বলে পরিবেশের সঙ্গে মিলেমিশে চল। পরিবেশ যদি তোমার নির্দেশ মেনে না চলে তবে তার সাথে যুদ্ধ ঘোষণা কর –আল্লামা ইকবালবচনএত কইরা করি ঘরতাতেও তারা ভাবে পর।অর্থ : অতিরিক্ত কাজ করার পরে কর্তাব্যক্তিরা খুশি না হলে- এ কথা বলা হয়।এইচআর/এআরএস