ম্যাচ এগুচ্ছিলো গোলশূন্য ড্রয়ের দিকে। দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইটা অমীমাংসিত থেকেই শেষ হওয়ার তখন বাকি কয়েক মুহূর্ত। এমন সময় দৃশ্যপটে হাজির আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মাউরো ইকার্দি। তার শেষ মুহূর্তের হেডে ফল এসেছে ইন্টার মিলান ও এসি মিলানের মধ্যকার মিলান ডার্বিতে।
Advertisement
একই শহরের দুই দল ইন্টার ও এসি। নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে দুই দলই ব্যবহার করে থাকে সান সিরো স্টেডিয়ামকে। তাই এ দুই দলের ম্যাচে ঘরের মাঠ বা হোম এডভান্টেজমূলক কোনো ব্যাপার থাকে না। ঠিক যেন দু দলের জন্যই সমান সুবিধা।
তবে চলতি লিগের পারফরম্যান্সে এসি মিলানের চেয়ে ঢের এগিয়ে রয়েছে ইন্টার মিলান। সেই এগিয়ে থাকার ছাপ মিলান ডার্বিতেও রেখেছে ইন্টার। একদম শেষ মুহূর্তে ইকার্দির গোলে জয় নিশ্চিত করার আগেও পুরো ম্যাচেই ছিলো ইন্টারের আধিপত্য।
ম্যাচের পুরো সময়ের প্রায় ৬০ শতাংশই নিজেদের দখলে বল রেখে খেলেছে ইন্টার। গোলের উদ্দেশ্যে মোট ১৮টি শটও নিয়েছিল তারা। তবে গোল মুখে অন টার্গেট ছিল ৪টি শট। অন্যদিকে এসি মিলানের খেলোয়াড়রা ১৫বার গোলের উদ্দেশ্যে শট নিলেও লক্ষ্য বরাবর রাখতে পেরেছে মাত্র একটি।
Advertisement
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষেও যখন গোলের দেখা পাচ্ছিল না কোনো দল তখন ম্যাচের ফল নির্ধারণ করে দেন আর্জেন্টাইন তারকা ইকার্দি। অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মাতিয়াস ভেসিনোর ক্রস ঠেলে সরাসরি হেডে জালে বল পাঠিয়ে দেন তিনি। হতভম্ব হয়ে যান এসি মিলানের গোলরক্ষক। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিলান।
এ জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বর স্থানে রয়েছে এসি মিলান। এখনো পর্যন্ত লিগে অপরাজিত থেকে টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৯ ম্যাচে ২৫ পয়েন্ট।
এসএএস/পিআর
Advertisement