অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লা-মেরিডিয়ান হোটেলের স্বত্বাধিকারী আমিন আহমেদ ভূইঁয়াকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
সোমবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তিনি উপস্থিত হন। এর কিছুক্ষণ পরই তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় তার জিজ্ঞাসাবাদ চলছিল।
দুদক জানায়, আমিন আহম্মেদ ভূঁইয়ার বিরুদ্ধে হোটেল ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা এবং সরকারি সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ রয়েছে, তিনি নোয়াখালীর সুবর্ণচর এলাকায় ৭০০ একর খাস জমি জবর দখল করে রেখেছেন এবং হোটেল ব্যবসার আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এজন্য তাকে গত ২৭ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য তিনি এক মাস সময় চাইলে দুদক ২২ অক্টোবর তার হাজিরের দিন নির্ধারণ করে।
Advertisement
এআর/এমএআর/পিআর